আজ শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ফটিকছড়ির লেলাংয়ে প্রগতি টুর্ণামেন্টের জমকালো উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫ ০৯:২১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির লেলাংয়ের সামাজিক সংগঠন শাহনগর প্রগতি সংঘের ২৯তম ক্রীড়া আসর "শফিউল আজম স্মৃতি প্রগতি গোলকাপ ফুটবল টুর্ণামেন্টের" জমকালো উদ্বোধন বৃহস্পতিবার রাতে প্রগতি স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাফর আলম, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। টুর্ণামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম উইংস ওমানের যুগ্ন আহবায়ক দিদারুল আলম ইকবাল, ট্রপি উন্মোচক করেন সাবেক প্রথম শ্রেণির খেলোয়াড় দিদারুল আলম, আলোকিত অতিথি ছিলেন ইস্টার্ন ব্যাংক নাজিরহাট শাখার অপারেশন ম্যানেজার আবু রায়হান চৌধুরী। আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দীন, জামায়াত নেতা  এডভোকেট ইসমাইল গণি, ইউছুপ বিন সিরাজ, আবু বকর, মোস্তফা কামাল, আবু বকর। 

 

 

শাহনগর প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সংবাদ কর্মী মোস্তফা কামরুল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি মাসুদ করিম, বক্তব্য রাখেন সহ সভাপতি ডা:সুজন, মাস্টার সাহেদ, জাহিদ মির্জা, টুর্ণামেন্টে আহবায়ক হাসান, সচিব এইচ এম বাপ্পী, সমন্বয়ক নজরুল, ডা: মুজাম্মেল, সাহেদ, গিয়াস, দিপক, বেলাল, সুমন, বাবু, মিজান, সাগর। উদ্বোধনী খেলায় মাইজভান্ডার স্টুডেন্ট ক্লাবকে হারিয়ে জয় জয়লাভ করে মিল্লাত ভাইকিংস।