আজ শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫ ০৪:৩৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই ও লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই এর উদ্যোগে এবং ক্লিফটন গ্রুপের সৌজন্যে শীতার্থদের মাঝে ৬০০ কম্বল বিতরণ করা হয়।

উপজেলার বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয়, রহমতাবাদ, এছাক ড্রাইভারহাট, চৈতন্যের হাট, পশ্চিম কাটাছড়া ফয়েজিয়া মাদরাসা এলাকায় কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন তাহের আহমেদ, লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, লায়ন মঈন উদ্দিন, লায়ন মেম্বার শওকত আকবর সোহাগ, লিও ক্লাব চট্টগ্রাম মিরসরাইয়ের প্রেসিডেন্ট লিও জিল্লুর রহমান, ফাস্ট প্রেসিডেন্ট লিও আসিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি লিও আলা উদ্দিন।

লায়ন্স ক্লাব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল বলেন, প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার বিভিন্ন স্থানে শিতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার পুরো উপজেলায় কয়েক ধাপে দশ হাজার কম্বল বিতরণ করা হবে।