আজ সোমবার ৬ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

ফটিকছড়ির বখতপুরে পানি বন্দিদের মাঝে চাল বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ৯ অগাস্ট ২০২৩ ০৬:৪৬:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের পানিবন্দি মানুষদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।৯ আগষ্ট(আগষ্ট)  সকালে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্তাপনা অধিদপ্তরের সহায়তায় বখতপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ২ শত পরিবারের মাঝে ১০ কেজি করে এসব চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ফারুক উল আজম। এসময় উপস্থিত ছিলেন, বখতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাইফুদ্দীন, ইউপি সদস্য মোহাম্মদ মুহিবুল্লাহ, জাহেদুল হক,মোবারক আলী, কামাল হোসেন প্রমুখ।

 

এর আগে, গত মঙ্গলবার সকালে টানা বর্ষণের কারণে পানিবন্দি হয়ে পড়া বখতপুরের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মানুষদেরকে দেখতে যান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি। এসময় তিনি পানিবন্দি মানুষদের সার্বিক খোঁজখবর নেন।

 

উল্লেখ্য, গত চারদিনের টানা ভারী বর্ষণে বখতপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড সহ ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নের নিন্মাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়ে হাজারো মানুষ।

এসব এলাকার শত শত একর রোপা আমন বীজতলা ও বর্ষাকালীন বিভিন্ন শাকসবজি 

পানির নিচে তলিয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি মুখে পড়েছে কৃষকরা।