ফটিকছড়িতে নানা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো "পাইন্দং ফাউন্ডেশন" এর জুলাই শহীদদের স্মরণে নন প্রফেশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল।
জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সার্বিক তত্ত্বাবধানে গত ৫ জানুয়ারী (রবিবার) রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন।
পাইন্দং ফাউন্ডেশনের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু।
পাইন্দং খেলোয়াড় সমিতির সদস্য সচিব রেজাউল করিম ও তানভীর মোস্তফার যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ দিদারুল আলম, নবীর হোসেন মাসুদ, মোঃ ফোরকানুল আমিন, গাজী মুহাম্মদ বেলাল উদ্দীন, সেকান্দর কোম্পানি, আলহাজ্ব আনোয়ারুল আজিম, মোঃ রুহুল আমিন, সেনাউল করিম ও মোঃ এরশাদ উল্লাহ।
ফাইনাল খেলায় বাবুনি ২-১ সেটে বাবুশিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।