আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

পুলিশে হাতে ধরা খেল ভূয়া ডাক্তার

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ জানুয়ারী ২০২৩ ০৭:২৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে ভূয়া ডাক্তার পরিচয়ে প্রতারণার দায়ে মোহাম্মদ ইব্রাহিম আলী(৩৫) নামে একজন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার ১৯ শে জানুয়ারি বিকেলে বান্দরবান পৌরশহর মধ্যমপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ ইব্রাহীম আলী(৩৫), সে কক্সবাজার ঈদগাঁও থানার মেহেরঘোনা গ্রামে মোঃ আলীর ছেলে। এজাহার সূত্রে জানা যায়, রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নে কলায় পাড়ার গ্রামে নিজ বাড়িতে আগুন পোহানো সময় পাওরি ম্রো পরনের থামিতে আগুন লেগে যায়। এতে তার দুই পা ও কোমর পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে গুরুতর ভাবে আহত হয়। চিকিৎসার জন্য ডাক্তার পরিচয়ে ইব্রাহিম আলীর সাথে যোগাযোগ হলে মধ্যমপাড়া নিজের চেম্বারে নিয়ে আসেন। চিকিৎসা জন্য ৭০ হাজার টাকা মৌখিক চুক্তি শেষে ভিকটিম মেনরোং ম্রো প্রাথমিকভাবে ৪৫ হাজার টাকা প্রদান করে। সাতদিন চিকিৎসা প্রদানের পরেও অবস্থার অবনতি হওয়ায় সন্দেহ হলে এলাকার স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসক ভুয়া ডিগ্রিধারী বলে চিহ্নিত হয়। পরে ভিকটিম থানায় মামলা করলে ভূয়া ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ। এদিকে বর্তমানে ভিকটিম পাওরি ম্রো কে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বান্দরবান সদর হাসপাতাল এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, মোহাম্মদ ইব্রাহিম আলী সে দীর্ঘ দিন ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষকে চিকিৎসা প্রদান করে আসছে। চিকিৎসা প্রদানের জন্য নূন্যতম যোগ্যতা বা কোন সার্টিফিকেট, ডিগ্রিধারী নয়। তারপরও সাধারণ মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সহ ডেন্টাল কাউন্সিল আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।