আজ শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

পার্বত্য ভিক্ষু সম্মেলন আয়োজন উপলক্ষ্যে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা''

Author Thedaily Shangu | প্রকাশের সময় : বুধবার ৩০ নভেম্বর ২০২২ ০২:১৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারী সম্মেলন""" সভায় বক্তব্য রাখছেন পার্বত্য ভিক্ষু সম্মেলনের প্রধান সমন্বয়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। পার্বত্য ভিক্ষু সম্মেলন ২০২২ আয়োজনের লক্ষে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে নভেম্বর মঙ্গলবার দুপুরে পার্বত্য জেলা পরিষদ ক্যাম্পাসস্থ জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ের সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সম্মেলনের প্রধান সমন্বয়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পার্বত্য ভিক্ষু পরিষদের উপদেষ্টা ভদন্ত খেম্যাচারা মহাথের. সাবেক সভাপতি ভদন্ত সোমা মহাথের, সভাপতি ভদন্ত পঞানন্দ মহাথের, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বান্দরবানের ট্রাস্টি হ্লাথোয়াই হ্রী মারমা, পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উচিং মং, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা। পার্বত্য ভিক্ষু সম্মেলনের প্রধান সমন্বয়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা জানান, বর্ণাঢ্য আয়োজনে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যতার সাথে সম্ভাব্য আগামী ২০২৩ সালের ৯,১০ ও ১১ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী বান্দরবানের অরুণ সারকী টাউন হলে পার্বত্য ভিক্ষু সম্মেলন অনুষ্ঠিত হবে।