কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়া গ্রামের শহিদুল ইসলাম (২৫) এর লাশ নিখোঁজ এর দুইদিন পর উদ্ধার করা হয়েছে। নিহত শহিদুলের পিতা ইসহাক মিয়া সে বিবাহিত পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। পাশাপাশি ইউটিউবে মাঝেমধ্যে আঞ্চলিক গান নিয়ে কাজ করতো। তাঁর একটি ইউটিউব চ্যানেলও আছে। একইসাথে সে সংস্কৃতিমনা লোক ছিল। বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি এর কাছে জানান, গত রবিবার সে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান মিলেনি। ১৯ শে এপ্রিল বিকাল সাড়ে ৩ টার দিকে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় তাঁর নিথর দেহের সন্ধান মিলে। খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান। এদিকে এলাকাবাসী শোকসমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ঘটনার সুস্থ বিচার দাবি করেন। স্থানীয় সূত্রে জানা যায় শহিদুল ইসলাম নিয়মিত মুমূর্ষ রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতেন। সেই ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য ছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, সে আর মানুষের উপকারে আসবে না। তিনি চলে গেলেন না ফেরার দেশে