নাইক্ষ্যংছড়িতে যোগদান করেই নারী নিযার্তন প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছেন নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনর্চাজ (ওসি) টানটু সাহা। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টার সময়ে সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের হলরুমে নারীদের সভার আয়োজন করেন তিনি।
যেখানে নারীর শিক্ষা,নারীর দক্ষতা,নারীর ক্ষমতায়ন ও নারীর উপর নিযার্তন প্রতিরোধে নানা কৌশল নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন,সোনাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যন এ্যানিং মার্মা।
সভায় প্রধান অতিথি ছিলেন,অফিসার ইনর্চাজ (ওসি)টানটু সাহা।
স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান এ্যানিং মার্মা, ।বিশেষ অতিথি ছিলেন,সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের আইসি, মো: শাহাজাহান,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার,সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাজেশ্বর বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি থানার নারী বিষয়ক কর্মকর্তা উপ-পরিদর্শক রাকিবুল হাসান,সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার মফিজনাইক্ষ্যংছড়ি উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবদুস সক্তার,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল প্রমূখ। সংবাদ প্রেরক মো: ইফসান খান ইমন, নাইক্ষ্যংছড়ি।