আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির লেম্বুছড়ড়ি সীমান্ত দিয়ে পাচারের জন‍্য:মজুত করা সার আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বুধবার ২ অক্টোবর ২০২৪ ০৯:২৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বিজিবি কর্তৃক মালিক বিহীন বাংলাদেশী সার উদ্ধার করেছে 

২ অক্টোবর বুধবার  সকাল ৮ ৪০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি র অধীনস্থ লেম্বুছড়ি বিওপির মোঃ বদরুল আলমের নেতৃত্বে টহল দল  বিওপির দক্ষিণে  বালুর মাঠ নামক জায়গা থেকে মালিক বিহীন‌ ৫ বস্তা বাংলাদেশী সার উদ্ধার করেছে। জানা যায়, নাইক্ষ‍্যংছড়ির লেবুছড়ির সীমান্ত এলাকার গহীন অরণ্য দিয়ে পাশ্ববর্তী মিয়ানমারে বাংলাদেশী পণ্য সামগ্রী অতিরিক্ত মুনাফার বিনিময়ে পাচার করে আসছে চোরাচালান কারবারে জড়িতরা।উক্ত পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে রয়েছে।