২১নমেম্ভর সকাল ১০টার সময় নাইক্ষ্যংছড়ি
উপজেলার বিভিন্ন সমবায় সমিতির দায়িত্বশীল সদস্যদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমান ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের অফিস কক্ষে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।কর্মশালার বিষয় ছিল সমবায় ব্যবস্থাপনা প্রশিক্ষণ, মুলধন গঠন, আয় বৃদ্ধি, সমবায় সমিতির আইন-বিধিমালা সম্পর্কে ধারনা ও সচেতনতা সৃষ্টি। উক্ত সভায়
উপজেলা সমবায় কর্মকর্তা ক্যবুহ্রী মার্মার সার্বিক ব্যবস্থাপনায় কর্মশালার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম,
প্রশিক্ষণ প্রদান করেন মংহাই মার্মা।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী পরিদর্শক সুজন বড়ুয়া, অফিস সহকারী নুরুল আবছার,সভাপতি জালাল আহমেদ প্রমুখ।