আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির তুমব্রুতে বিজিবির অভিযানে কোটি টাকার ক্রিস্টাল‌ মেথ উদ্ধার

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ ০৮:৫৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর চিকন পাতা বাগানের পাহাড়ে ৩৪ বিজিবি অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল‌ মেথ আইস উদ্ধার করেছে।সোমবার গভীর রাতে   নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ (বিজিবি)'র দায়িদ্বপূর্ণ এলাকায় বিওপির বিশেষ টহল দল বিওপি থেকে  উওর-পশ্চিমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম  ইউনিয়নের তুমব্রুর চিকন পাতা বাগানের পাহাড়ে ৩৪ বিজিবি অভিযান চালিয়ে মালিক বিহীন ১কেজি ক্রিস্টাল‌ মেথ আইস উদ্ধার করেছে।  উদ্ধারকৃত মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইস সমূহ কক্সবাজার ব্যাটালিয়ন সদরে ধ্বংসের জন্য জমা করা হবে বলে জানা গেছে।

৩৪ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট

কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এর নেতেৃত্ব নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রুর বিওপির বিশেষ টহল দল এই অভিযান চালায়।  এই সময় ১কেজি ক্রিস্টাল‌ মেথ আইস উদ্ধার করা হয়। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।এই সময় বিজিবির অভিযানের খবর পেয়ে মাদক পাচারকারীগণ পালিয়ে যায়। 

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল

আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, উদ্ধারকৃত মাদক দ্রব্য  সীমান্তের মাদক পাচারকারীরা অবৈধ ভাবে পাশ্ববর্তী মিয়ানমার থেকে এনে, দেশের অন্যত্র পাচারের  জন্য চেষ্ঠা করেছিল। বিজিবির অভিযান ও কঠোরতায় মাদক পাচারকারীগণ সফল হতে পারেনি। 

উল্লেখ্য যে, সীমান্তে বিজিবির এমন মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনায় বিজিবিকে সাদুবাদ জানিয়েছে স্থানীয়রা, বিজিবিকে সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন সচেতন মহল।