আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির তমব্রুতে দুইদিনধরে সন্ধ্যা হলে শুরু হয় মর্টারশেল বিস্ফোরণের ভয়াল শব্দ

মোঃ ইফসান খান ইমন,নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ জানুয়ারী ২০২৪ ০৯:১১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার মিয়ানমার -বাংলাদেশ সীমান্ত এরিয়ার দুই সীমান্ত পিলার ৩৪ এবং ৩৫ দিয়ে ২৫ জানুয়ারি এবং ২৬ জানুয়ারি সন্ধ্যা হওয়া মাত্র পাশ্ববর্তী মিয়ানমারের সামান্য অভ‍্যন্তর থেকে আসছে ভয়াবহ মর্টারশেল বিস্ফোরণের ভয়ংকর শব্দ।২৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টার পরপর ১২টি মর্টারশেল ফোটার বড় আকারের আওয়াজ তমব্রু এলাকায় আসে বলে জানান স্থানীয় অনেকেই। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস‍্য মোঃ আলম বলেন,সন্ধ‍্যা হলেই মিয়ানমার অভ‍্যন্তর থেকে বিশালাকারের শব্দ করে বিস্ফোরণ আওয়াজ দুইদিন ধরে নিয়মিত  আসছে এতে স্থানীয় কোমলমতি শিশুদের মাঝে ভয় কাজ করছে।স্থানীয় বাসিন্দা মোঃ সরোয়ার জানান,তাদের এলাকায় এখন সব শ্রেণি পেশার মানুষের মধ্যে  আতঙ্ক বিরাজ করছে কখন বর্ডার পেরিয়ে জনবসতি এলাকায় কোন গোলাবারুদ এসে জানমালের ক্ষতি সাধন করে। সুত্রে জানাযায় তমব্রু এলাকার ৩নং ওয়ার্ডের সীমান্ত ঘেঁষে থাকা চাকমা পাড়ায় বসবাসকারীরা আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে,বিগত সময়ে কয়েবার মিয়ানমার থেকে গুলি এসে তাদের পাড়ার ঘর বাড়ির চালে এবং ওঠানে এসে পড়ে।