আজ সোমবার ১৩ মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুমে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ০৯:২৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুমে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বিওপির বিশেষ টহল দল কর্তৃক বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করতে সক্ষম হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাষ্টম মোড় নামক স্থান হতে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায়  বিভিন্ন ব্রান্ডের বার্মিজ সিগারেট জব্দ করেছে ঘুমধুম বিওপির বিশেষ টহল দলের জোয়ানরা।

জব্দকৃ বিদেশি সিগেরেট মধ্যে  Patron সিগারেট

৬৬৩০ প্যাকেট ও  Mond সিগারেট 

৩৯০ প্যাকেট। যার আনুমানিক  বাজার মূল্য ২১,০৬,০০০ (একুশ লক্ষ ছয় হাজার) টাকা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী। উদ্ধারকৃত সিগারেট ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেও বলে জানিয়েছেন এ কর্মকর্তা। উল্লেখ্য সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা  কঠোর অবস্থায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।