আজ মঙ্গলবার ৭ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুমে দেওয়াল চাপায় রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ নভেম্বর ২০২৩ ০৯:৫২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি তুইঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) আনুমানিক সকাল ১০টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্হ বাইশফাড়ী এলাকার তুইঙ্গাঝিরির বাসিন্দা  

নমি উদ্দিনের ছেলে  কালাচান'র  মাটির ঘরের দেওয়াল ভাঙ্গার কাজ করাকালীন সময়ে অসতর্ক বসত মাটির ঘরের দেওয়াল ভেঙ্গে মাটিচাপা পড়ে ১ রোহিঙ্গা ঘটনাস্থলে মৃত্যু হয়।

 

সূত্রে জানাগেছে, নিহত রোহিঙ্গা উখিয়ার কুতুপালং  ক‍্যাম্প-৩, ব্লক- সি/৩৬'র আশ্রীত রোহিঙ্গা আমান উল্লাহ (৩০)।পরবর্তীতে আনুমানিক ১২ টার দিকে  স্থানীয় লোকজন কর্তৃক মৃত রোহিঙ্গা আমিন উল্লাহকে  তার নিজ ক‍্যাম্পে হস্তান্তর করার জন‍্য নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন স্হানীয়রা।

 

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল মান্নান'র  কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়েন এ কর্মকর্তা।