১৬ ডিসেম্বর শনিবার রাত ৩টা ২০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের থুই অং পাড়ার পার্শ্ববর্তী ধান ক্ষেতে ১ জন স্হানীয় নৃগোষ্ঠীর মার্মা সম্প্রদায়ের যুবক বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হয়।
আহত যুবককে চিকিৎসার জন্য কক্সবাজার চকরিয়ার মালুমঘাট খৃষ্টান মিশনারী হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।
আহত অংখাই ছা মার্মা(৩৮)
তার পিতার নাম চাইহ্লা হ্রী মার্মা
থুই অং মার্মা পাড়া। (৬ নং ওয়ার্ড) বাইশারী ইউনিয়ন।
জানাযায়, প্রতিদিনের মত রাতের বেলায় অংখাই ছা মার্মা তার পাড়ার পার্শ্বস্হ ধান ক্ষেতে পাহারা দেওয়ার জন্য গেলে আকস্মিক ভাবে একটি বন্য হাতির আক্রমণ করে ঐ যুবকক গুরুতর আহত করে। জানাযায় হাতি শূর দিয়ে পায়ে আঘাত করলে৷ তার পা ও শরীরে আঘাত পায় প্রচন্ড ভাবে,
স্থানীয় লোকমান হাকিম বলেন, বর্তমানে হাতি খাদ্য অভাবের কারণে ক্ষুধা নিবারণের জন্য ধান ক্ষেতে / লোকালয়ে এসে স্থানীয়দের চাষাবাদকৃত জমি এবং মানুষের ক্ষতি করে আসছে।