আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে সিএনজি চালককে খুটির সাথে বেধে নির্যাতন,হাসপাতালে ভর্তি

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : রবিবার ৭ মে ২০২৩ ০৭:৫৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

পূর্ব শক্রতার জেদ ধরে একজন সিএনজি চালককে চাকঢালা বাজার এলাকায় মারধর ও বেঁধে রেখে নির্যাতন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার আনুমানিক দুপুর ১টা ৩০মিনিটের সময় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর সিএনজি চালক সমিতির ১ জন সদস্যকে নাইক্ষ্যংছড়ি সদর থেকে ৪ নং ওয়ার্ডের আশারতলী নামক এলাকায় যাত্রী নিয়ে গেলে। যাত্রী নামিয়ে ফিরে আসার সময় সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ চাকঢালা বাজার এলাকায় পূর্ব শক্রতার জের ধরে চাকঢালা বাজার সিএনজি চালক সমিতির ৮/১০ জন লোক চাকঢালা বাজারে উক্ত চালককে আনুমানিক ১ ঘন্টা ৩০ মিনিট খুঁটির সাথে বেঁধে রেখে ব্যাপক মারধর করে বলে জানা যায়। এছাড়াও সিএনজি চালকের ভাষ্যমতে, তার সাথে থাকা নগদ ৩১,৬৫০ টাকা, মোবাইল ও সিএনজি টি ছিনিয়ে নেয়। পরবর্তীতে সিএনজি চালককে আটকের খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি সদর থেকে সিএনজি চালক সমিতির লোকজন উক্ত স্থানে গিয়ে সিএনজি চালককে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আহত সিএনজি চালকের নাম আলী হোসেন (৩০), পিতা- মৃত আমির হামজা, সাং- ৩ নং ওয়ার্ড, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান। বর্তমানে উক্ত সিএনজি চালক নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।