আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা দপ্তরি নিহত

মোঃইফসান খান ইমন: | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ নভেম্বর ২০২২ ১০:১০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছর ১১ বিজিবির অধিনস্হ চাকঢালা বিওপির দায়িত্ব পূর্ণ আমতলীস্হ ফজুরছড়া রাস্তা। কতিপয় সন্ত্রাসী কর্তৃক৷ ০১ জন হত্যা মঙ্গবার আনুঃ ৭টা ৪৫ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনস্হ চাকঢালা বিওপির দায়িত্ব পূর্ণ /বিওপি হতে আনঃ১.৫ কিঃমিঃ দঃ পূর্বে আমতলী বাজার সংলগ্ন ফজুরছড়া রাস্তায় দিদার আলম(২৭) পিতাঃমোঃ ইসলাম গ্রামঃফজুপাড়া পোঃচাকঢালা, থানাঃনাইক্ষ্যংছড়ি,বান্দরবান এর ক্ষতবিক্ষত মৃত দেহ পড়ে থাকতে দেখা যায় বলে সূত্রে জানা যায়। উল্লেখ্য আমতলীস্হ ফয়েজন্নেছা দাখিল মাদ্রাসার দপ্তরী,মাদ্রাসা হতে নিজি বাড়ি ফেরার পথে কতিপয় সন্ত্রাসী কর্তৃক ধারালো অস্ত্রের আঘাতে ঘটনা স্থলে নিহত হয় বলে প্রার্থমিক ভাবে জানাযায়। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার বিবরণ জানা গেছে মঙ্গলবার আনুমানিক রাত ৭টা ৪৫মিনিটের দিকে, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনস্হ চাকঢালা বিওপির দায়িত্ব পূর্ণ /বিওপি হতে আনঃ১.৫ কিঃমিঃ দঃ পূর্বে আমতলী বাজার সংলগ্ন ফজুরছড়া রাস্তায় দিদার আলম(২৭) পিতাঃমোঃ ইসলাম গ্রামঃফজুপাড়া পোঃচাকঢালা, থানাঃনাইক্ষ্যংছড়ি,বান্দরবান এর ক্ষতবিক্ষত মৃত দেহ পড়ে থাকতে দেখে বলে যানা যায়,সূত্রে প্রকাশ। দিদার আমতলীস্হ ফয়েজন্নেছা দাখিল মাদ্রাসার দপ্তরি। মাদ্রাসা হতে নিজি বাড়ি ফেরার পথে কতিপয় সন্ত্রাসী কর্তৃক ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হয় বলে প্রার্থমিক ভাবে জানা যায়া, এমন হত্যার কারণে এলাকা জুড়ে নেমে এসেছে চরম আতঙ্ক,রাতে অনেকেক ফোন করেও নেটওয়ার্ক জনিত কারণে বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। এবিষয়ে নাইক্ষ্যংছড়ি ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমনের ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এক্সিডেন্টে নিহত একজনকে নিয়ে কক্সবাজার থেকে চাক ঢালাতে ফিরছেনা অ্যাম্বুলেন্স নিয়ে, তবে তিনি ফোনের মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়টি শুনেছেন তবে কি কারণে তাকে হত্যা করেছে তার বিস্তারিত তিনি জানেন না।