আজ রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে শুকুর মারার ফাঁদ পাততে গিয়ে, বিদ্যুতের তারে জড়িয়ে একজনের মৃত্যু

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : রবিবার ২৬ নভেম্বর ২০২৩ ০৮:০৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রধানঝিড়ি এলাকার বৈদ্যুতিক তারে জড়িয়ে এক ব‍্যাক্তি মৃত্যু বরণ করেছেন বলে জানা গেছে।এলাকাবাসী সুত্রে জানা যায় রোববার ভোর ৫টার সময় নুরুল আলম (৩৬)ধানের জমিতে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে পাশ্ববর্তী পাহাড় থেকে নেমে আসা শুকুর মারার ফাঁদ পাততে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন পরবর্তীতে তাকে নাইক্ষ‍্যংছড়ি হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরো উন্নত  চিকিৎসার জন‍্য কক্সবাজারে নেওয়ার পথে রামু চাবাগান এলাকায়  মৃত্যুবরণ করেন। নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পোস্টমাডামের বিষয়ে নিহত ব‍্যক্তির স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে।নাইক্ষ‍্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন,পরে তার দাফন সম্পন্ন করা হয়েছে।