আজ শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে মিয়ানমার খাদ্যপণ্য ও মোটর সাইকেল সহ এক চোরাকারবারী আটক

মো: ইফসান খান ইমন, নাইক্ষ্যংছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ৭ জানুয়ারী ২০২২ ১২:০২:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র টহল দলের অভিযানে মিয়ানমারের তৈরী আমদানী নিষিদ্ধ খাদ্যপণ্যসহ এক চোরাকারবারী কে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার ৬ জানুয়ারী বিকালে  দিকে ঘুমধুমের কচুবনিয়া প্রাইমারী স্কুলের সামনের সড়ক থেকে মোটর সাইকেল আরোহী এক ব্যক্তিকে আটক করা হয়।

এসময় তল্লাশী চালিয়ে ধৃতের হেফাজতে থাকা মিয়ানমারের তৈরী ৬০ ক্যান কমান্ডো কোমলপানীয়,৫৩ প্যাকেট ড্রিন্ক এনার্জি উদ্ধার করা হয়।ধৃত চোরাকারবারি ঘুমধুম ইউপির ১নং ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকুলের পাহাড় পাড়ার নুরুল ইসলামের ছেলে মোঃ ইউনুস(১৬)।এসময় একটি রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ সোহাগ রানা। এসময় এসআই আল আমিনসহ সঙ্গী ফোর্স সাথে ছিলেন।

এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন। সংবাদ মো: ইফসান খান ইমন, নাইক্ষ্যংছড়ি।