আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে বিস্ফোরণের আওয়াজ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ২ ডিসেম্বর ২০২২ ০৯:৩৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

 

এবার নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকা দিয়ে শুক্রবার ভোর ৫টার দিকে একটি মটারশেল বিস্ফোরণের  বড় আকারের শব্দ এসেছে  বলে জানা গেছে।

সীমান্ত এলাকার কাছাকাছি তমব্রু বাজারের ব‍্যাবসায়ী মোঃসরোয়ার জানান,শীতের মৌসুম হালকা পাতলা শীতের সীমান্ত জনপদ তমব্রুর ৩৪,৩৫ সীমান্ত পিলারের মাঝখান দিয়ে ভোরে একটি বিকট শব্দ তুলে মিয়ানমারের অল্প ভিতর থেকে বড় আওয়াজ করে একটি শব্দ তাদের এলাকার অভ‍্যন্তরে এসেছে প্রায় ১৯দিন পরে।

তিনি আরো জানান আমরা বহুদিন প্রশান্তিতে ছিলাম,কিন্তু বিস্ফোরণের নতুন করে আওয়াজ আসাতে সামান্য হলেও চিন্তাই পরেছে সীমান্ত এলাকার মানুষ।

তমব্রু এলাকার ইউপি সদস‍্য মোঃ আলম বলেন,আবারো মিয়ানমার থেকে তাদের এলাকাতে বিস্ফোরণের শব্দ আসাতে ভাবনি তুলেছে জনপদে থাকা মানুষের মাঝে, এতদিন আরকান আর্মির অস্তিত্ব ছিলনা ৩৪,৩৫ সীমানার মিয়ানমারের ভিতরে,সম্ভবও আবার নতুন করে তারা ঐ জায়গাতে ফিরে এসেছে,সে কারণে আবার নতুন করে বিস্ফোরিত শব্দ বাংলাদেশের ভিতরে আসছে।