আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে গহীন অরণ্য থেকে ২৭টি বিদেশী গরু আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বুধবার ১০ জানুয়ারী ২০২৪ ০৮:৩২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়িস্থ ১১ বিজিবি চোরাচালান বিরুধী অভিযান পরিচালনা করে গহীন পাহাড় থেকে  মালিকবিহীন ২৭টি মিয়ানমার থেকে চোরাই পথে আনা আটক করেছে।

বুধবার(১০ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার সময় নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের  জারুলিয়াছড়ি গহীন পাহাড় থেকে বার্মিজ গরুগুলো জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি,র অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ  নোবেল এসি সাংবাদিকদের জানান,সীমান্ত সুরক্ষা চোরাচালান ও মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, সীমান্তের কাছাকাছি  বসবাসকারী অসংখ্য মানুষের সঙ্গে আতাত করে স্থানীয়  প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গহীন অরণ্য দিয়ে গরু চোরাচালানে চলতি সময়ে ব‍্যাপক তৎপর হয়ে পড়েছে বলে  জানা গেছে।