আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে, নির্বাহী অফিসারের মতবিনিময়

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৪ জানুয়ারী ২০২৪ ০৭:৩৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে  দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুইটা পর্যন্ত  নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে  মোহাম্মদ জাকারিয়া,উপজেলা নির্বাহী অফিসার নাইক্ষ্যংছড়ির সভাপতিত্বে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২৪ ইং উপলক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের  মধ্যে উপস্থিত ছিলেনঃ

ইনামুল হক (উপজেলা কৃষি কর্মকর্তা),প্রবীর দেব (উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা), রিমন রুদ্র, (উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, ত্রিরতন চাকমা উপজেলা শিক্ষা অফিসার, মো: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,শাহ আজিজ

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আরমান ভুঁইয়া  উপজেলা নির্বাচন অফিসার প্রমুখ সহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং প্রতিনিধিগণ।

উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসারের আলোচনার বিষয় ও নির্দেশনাবলী ছিল।

৪ ম্যাজিস্ট্রেট -৪ টি মোবাইল টিম টহল করবেন,প্রতি ম্যাজিস্ট্রেট সাথে বিজিবির একটি টিম নিয়োজিত থাকবেন, ৪ টি অতিরিক্ত ও ১ (একটি) স্ট্যান্ডবাই বিজিবির টিম উপজেলায় অবস্থান করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ১ টি আনসার ব্যটালিয়নের ৮ সদস্যের টিম মোতায়েন থাকবে।

দূর্গম ১৭ টি কেন্দ্র ৬/১/২০২৪ ইং নির্বাচনীয় মালামালসহ প্রয়োজনীয় সামগ্রী প্রেরণ করা হবে বাকি সদর ও সোনাইছড়ি ৯টি কেন্দ্রে আগামী ৭/০১/২০২৪ ইং সকালে  মালামাল প্রেরণ করা হবে। 

প্রতি ২ ঘন্টা পরপর দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ভোটার সংগ্রহের তথ্য নির্বাচন অফিসে তথ্য প্রেরণ করবেন।

এছাড়া সার্বক্ষণিক নির্বাচনী কেন্দ্রের আইনশৃঙ্খলা জনিত সংবাদ তাৎক্ষণিক প্রদান করার জন্য অনুরোধ করেন ও দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিংদের নির্বাচনী ভাতা ও যাতায়াত ভাতা প্রদান করেন।