নাইক্ষ্যংছড়ি -মিয়ানমার সীমান্ত দিয়ে থামছেনা বিভিন্ন বিস্ফোরণের আওয়াজ,নাইক্ষ্যংছড়ির উপজেলার প্রায় ৪৮ কিলোমিটার সীমান্ত এরিয়া রয়েছে মিয়ানমারের। গত পাঁচ দিন ধরে ঘুমধুম থেকে দৌছড়ির উপরে পাইনছড়ি সীমান্ত পিলার পর্যন্ত গোলাগুলি,মটারশেল বিস্ফোরণের কোন আওয়াজ বাংলাদেশের অভ্যন্তরে আসছেনা বলে জানিয়েছেন,বর্ডারের কাছাকাছি থাকা ফরিদ,কালাম,সরোয়ার,এবং মোঃ আলম,তারা আরো বলেন অন্য গোলাবারুদের শব্দ না আসলেও এখন মাঝে মধ্যে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পুতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে,এতে প্রাণ হানি সহ আহত হচ্ছেন অনেকেই। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নং জামছড়ির স্থানীয় কৃষক মোঃ রহমান জানিয়েছেন,বুধবার সকাল নয়টায় ৪৪,৪৫ সীমান্ত পিলারের মাঝামাঝি স্থান দিয়ে মিয়ানমারের ভিতর থেকে একটি স্থল মাইন বিস্ফোরণের বড় আকারের আওয়াজ তিনি শুনতে পেয়েছেন, তিনি আরো জানান বতর্মান সময়ে মিয়ানমার কিছুটা অভ্যন্তরে অনেক মানুষের হই হুল্লোড় শোনা যায়,তার ধারনা ঐ এলাকায় মানুষের জন বসতি খুবই নগণ্য,তারা সম্ভবত মিয়ানমার বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির জনবল হতে পারে। তমব্রুর ইউপি সদস্য মোঃ আলম,ব্যাবসায়ী সরোয়ার জানিয়েন গত পাঁচ দিন ধরে কোন প্রকার বিস্ফোরণের আওয়াজ না আসাতে তাদের এলাকায় কিছুটা প্রশান্তি এসেছে মানুষের মনে।