নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ফুলতলী,জামছড়ি ৪৬,৪৭ পিলারের মাঝ দিয়ে মিয়ানমার থেকে ভোর ৫টার সময় একটি বড় শব্দের আওয়াজ এসেছে বলে জানা গেছে।
জামছড়ি ৮নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মোঃ ছাবের সঙ্গে কথা হলে তিনি বলেন ভোর হওয়াতে তিনি তখন ঘুমে ছিলেন।
অপর একটি সুত্রে জানা গেছে মঙ্গলবার ভোরে যে মাইন বিস্ফোরণ হয়েছে তা মোলত সীমান্ত পিরিয়ে গরু আনতে যাওয়া লোকজনের কোন এক সদস্যের পায়ের স্পর্শে মাইন ফোটার ঘটনা ঘটে।
লোকমুখে বলাবলিতে জানা যায় উক্ত মাইন বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছে তার সঙ্গে থাকা অন্য সদস্যরা তাকে কাপড় দিয়ে মোড়িয়ে হয়তো চিকিৎসার জন্য এলাকার বাইরে নিয়ে গেছে।
অনেক চেষ্টা করেও তার পরিচয় সম্পর্কে জানা যায়নি।