আজ শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে বিস্ফোরণে সংকটাপূর্ণ একজন

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ১৬ নভেম্বর ২০২২ ০২:৪৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের জামছড়ি ৮নং ওয়ার্ডের ৪৪,৪৫ সীমান্ত পিলার দিয়ে বুধবার সকাল ৮টার সময় কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া হাজির পাড়ার আব্দুল হাকিমের ছেলে মোঃ বেলাল(৩৭) মিয়ানমারের কিছুটা অভ্যন্তরে গরু আনতে গেলে মাটির ভিতরে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পুতে রাখা মাইন বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে এ ব্যাপারে স্থানীয় কয়েকজন জানান মিয়ানমার থেকে চোরাই পথে সস্তা দামে গরু আনতে গিয়ে আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন এখনো। এব্যাপারে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,উক্ত বিষয়ে তিনি অবগত হয়েছেন।