নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ঘুমধুম থেকে পাইছড়ি পযর্ন্ত মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা ৭টা পযর্ন্ত কোন ধরনের বিস্ফোরণের আওয়াজ মিয়ানমার থেকে আসেনি বলে জানিয়েছেন সীমান্তবর্তী,ফয়েজ,হোসাইন,রহমত উল্লাহ সহ অনেকে। তমব্রুর বাজারের ব্যাবসায়ী সরোয়ার জানান সোমবার র্যাব এবং মাদক কারবারিদের মধ্যে গোলাগুলির পর থেকে ঐ এলাকা জুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝে উক্ত ঘটনায় হতাহতের ঘটনা রয়েছে। নাইক্ষ্যংছড়ি থানা সুত্রে জানাগেছে মঙ্গলবার সন্ধ্যা পযর্ন্ত ঘুমধুমের কোনার পাড়ার শূন্য রেখায় র্যাপিড এক্যাশন (র্যাবের) সঙ্গে মাদক কারবারিদের সাথে সংর্ঘষের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। জামছড়ির মোঃ রহমান বলেন,তাদের এলাকার ৪৪,৪৫ পিলার দিয়ে সারাদিন কোন ফোটাফুটির আওয়াজ মিয়ানমার থেকে তাদের এলাকায় আসেনি। স্থানীয় কৃষক কামাল জানান সীমান্তের কাছাকাছি তার সবজি ক্ষেত রয়েছে ঐ ক্ষেতে পরিচর্যা করতে গিয়ে মিয়ানমারের ভিতরে থাকা আরকান আর্মির কোলাহল শোনা যেত,কিন্তু মঙ্গলবারে তাদের কোন তৎপরতার শব্দ তিনি শুনতে পাননি,তার ধারণা রাতারাতি সম্ভবত মিয়ানমারের আরো ভিতরে চলে গেছে তারা।