আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে আবারো বিস্ফোরণের শব্দ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ১৯ নভেম্বর ২০২২ ১০:২৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তের জামছড়ির ৪৪,৪৫ পিলার দিয়ে সকাল ৫টা ৫৮মিনিট থেকে সকাল ১০টা পযর্ন্ত কিছুক্ষণ অনবরত,আবার তা থেমে থেমে ব‍্যাপক মটারশেল ও গোলাগুলির আওয়াজে আতঙ্কিত হয়েছে সীমান্ত এলাকার অজস্র মানুষ। জামছড়ি এলাকার ব‍্যাবসায়ী মোঃ আমিন জানান সকাল ৬টা থেকে টানা প্রায় ঘন্টা খানিক ধরে বিস্ফোরণের বড় শব্দ আসে মিয়ানমারে ভিতর থেকে এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্থানীয় কৃষক মোঃ রহমান জানান ভোর থেকে কম হলেও ৪০টির মত মটারশেল বিস্ফোরণের মাটি কাপিয়ে শব্দ এসেছে জামছড়িতে,পাশাপাশি অজস্র গোলাগুলির আওয়াজ এসেছে সকাল ১০টা ৩০মিনিট পযর্ন্ত। সীমান্তের প্রবীন এক ব্যক্তি জানান, এখন মিয়ানমারের ভিতরে যে গন্ডগোল চলছে তা মূলত সে দেশের স্বাধীনতা কামি বিদ্রোহী সশস্ত্র গ্রুপ আরকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে,তার ধারণা এই রক্তঝরা সংঘর্ষ থামবে না বরঞ্চ দিন দিন আরো বাড়বে। বিগত তিন মাসের অধিক ধরে মিয়ানমারের অভ্যন্তরে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরকারি বাহিনী এবং বিদ্রোহী গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ফলে নাইক্ষ‍্যংছড়ি মিয়ানমার সীমান্তের প্রায় অর্ধশত কিলোমিটার এলাকায় কয়েকদিন পর পর, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষে ব‍্যাবহারীত অনেক প্রকার গোলাবারুদের বিস্ফোরিত শব্দ বাংলাদেশের ভিতরে এসে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। অন‍্য দিকে আরেক স্পর্শকাতর ৩৪,৩৫ পিলার এলাকার তমব্রু এখন শান্ত রয়েছে বলে জানান ইউপি সদস্য মোঃ আলম। এ বিষয়ে যোগাযোগ করা হলে নাইক্ষ‍‍্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন,লোকজন থেকে শুনেছেন জামছড়ি এলাকায় মিয়ানমার থেকে বিস্ফোরণের কথা,যা হচ্ছে সে দেশের ভিতরে আমাদের কোন ক্ষয়ক্ষতি নেই বলে তিনি জানান।