আজ রবিবার ১২ মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে আবার মটারশেল এবং শত রাউন্ড গোলাগুলির শব্দে কেঁপে উঠলো

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ৮ ডিসেম্বর ২০২৩ ১০:৩০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার মিয়ানমারের সামান্য ভিতরে ২ বিজিপির রাইট ক‍্যাম্প এলাকা থেকে সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটের সময় ১০ টির মত মটারশেল এবং শতাধিক গুলি বিস্ফোরণের আওয়াজ তমব্রু এলাকায় এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গত এক সপ্তাহ ধরে উক্ত এলাকার সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারে থেকে গোলাবারুদ  বিস্ফোরণের শব্দ আসেনি,নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকার অন্যান্য সীমান্ত পিলার এলাকা বর্তমানে একেবারেই শান্ত রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে,তবে হঠাৎ করে ঘুমধুমের তমব্রুর ৩৪/ ৩৫ সীমান্ত পিলার মাঝা মাঝি স্থান দিয়ে শুক্রবার সন্ধ্যায় আবারও বিস্ফোরণের তীব্র শব্দ বাংলাদেশের অভ্যন্তরে আসাতে কিছুটা শঙ্কা কাজ করছে সীমান্তের কাছাকাছি থাকা সাধারণ মানুষের মাঝে।

এ বিষয়ে তমব্রু বাজার এলাকার ব্যবসায়ী মোঃ সরোয়ারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে জানা যায়, মিয়ানমার ভেতর থেকে আসা বিস্ফোরিত শব্দগুলো ছিল তীব্র আওয়াজের। ওই এলাকার আরেক স্কুল শিক্ষক জানান মিয়ানমারের ভিতরে চলছে আধিপত্য বিস্তারের তীব্র লড়াই বিদ্রোহী সশস্ত্র গ্রুপ আরকান আর্মি বনাম সে দেশের সরকারি বাহিনীদের মাঝে।ঘুমধুমের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বর্তমানে ঢাকাতে রয়েছেন কিন্তু বিভিন্ন মিডিয়া কর্মীদের মাধ্যমে শুনেছেন মিয়ানমারের সামান্য ভিতর থেকে তার এলাকায় বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হওয়ার খবর।