আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত সড়কে দূর্ঘটনার নির্মাণাধীন শ্রমিক মৃত্যু

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ১৩ ডিসেম্বর ২০২৩ ০৮:০৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বুধবার ১৩ ডিসেম্বর সকাল ১০ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪নং দোছড়ি ইউপির ৭নং ওয়ার্ডের লেমুছড়ি সীমান্ত সড়কের সীমান্ত পিলার ৫১ নং এলাকায় নির্মাণ কাজে নিয়োজিত থাকা রোলার মেশিন অপারেটর মোঃ কামাল হোসেন টিটু (২৫) কাজ করার সময় রোলার মেশিন থেকে নিচে ইটের রাস্তায় পড়ে বুকে, মাথায় এবং কোমরে আঘাত পেয়ে মারাত্মক ভাবে আহত হলে পরবর্তীতে সড়ক নির্মাণ কাজে নিয়োজিত সহযোগী শ্রমিকরা  নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

উল্লেখ্য ,মোঃ কামাল হোসেন টিটু (২৫) এর মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।মৃত কামাল হোসেনের পিতার নাম আবদুল হাসিম মিয়া এবং তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পৃর্বধলা থানায় বলে জানা গেছে।