আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত শব্দ বিহীন,তবে ওপারে আছে জনসমাগমের আওয়াজ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি; | প্রকাশের সময় : বুধবার ২ নভেম্বর ২০২২ ১০:২৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

সীমান্ত এলাকার সব সীমান্ত পিলার মঙ্গলবার সকাল থেকে রাত ১০টা পযর্ন্ত একেবারে শান্ত ছিল বলে জানিয়েছ বহু লোকজন,তারা জানান মিয়ানমারের ভিতর থেকে কোন ফোটাফুটির আওয়াজ বাংলাদেশের অভ্যন্তরে আসেনাই রাত ১০ টা সময়ের ভিতরে। তবে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ের বাসিন্দা মোঃ রহমান জানিয়েছেন তাদের সীমান্ত পিলার ৪৪,৪৫ এলাকায় কোন শব্দ আসেনি মিয়ানমার থেকে গত ৪ দির ধরে,কিন্তু মিয়ানমারের সামান্য কিছু ভিতরে ব্যাপক মানুষের আওয়াজ বাংলাদেশের সীমান্ত এরিয়া দিয়ে আমাদের মাঝে এসে পৌঁছে, তার ধারণা মিয়ানমার আরর্কান আমি সীমান্তের কাছাকাছি সংগঠিত হচ্ছে,সামনে হয়তো আরো বড় সংঘর্ষের সম্ভাবনা রয়েছে? ঘুমধুমের ফরহাদ বলেন,সীমান্ত এলাকার মানুষের জান মাল নিয়ে আমার মাঝে আতঙ্ক কাজ করছে,সারাদিন কাজ করি ভিন্ন এলাকায় কিন্তু ঘরের মানুষজন নিয়ে সর্বোচ্চ শংকিত থাকি। নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, আমার সীমান্ত এলাকার মানুষ বতর্মানে আতঙ্ক মুক্তি আছে,আবার কখন ঘোলাটে পরিবেশের সৃষ্টি হয়,তা নিয়ে শঙ্কায় আছেন অজস্র মানুষ।