আজ শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত নিস্তব্ধ দৈনন্দিন কর্মকান্ডে স্বরূপে ফিরেছে মানুষ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি থেকে: | প্রকাশের সময় : সোমবার ২৮ নভেম্বর ২০২২ ০৫:৫১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

প্রায় তিন মাস ধরে নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ঘুমধুম থেকে পাইনছড়ি পযর্ন্ত বারবার যুদ্ধ দেহি মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল মিয়ানমার,যেমন তাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন যুদ্ধ বিমান,ফাইটার হেলিকপ্টা, একে ৪৭ এর গুলি, মটারসেল,আন্তর্জাতিক নিয়ম কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশের সীমানা ক্রস করে দেশের অভ্যন্তরে এসেছে বহুবার ফলে হতাহতের ঘটনাও ঘঠেছে। গোলযোগ পূর্ণ ঘুমধুমের তমব্রু থেকে দৌছড়ির পাইনছড়ি পযর্ন্ত ৫২ কিলোমিটার এলাকার কোথাও মিয়ানমারের ভিতর থেকে গোলাবারুদের বিষফোরিত শব্দের আওয়াজে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা কেঁপে ওঠার খবর আসছে না। এখন সীমান্ত এলাকার হাজার হাজার মানুষ আগের মত স্বরূপে ফিরেছে কর্ম তৎপরতায়,প্রতিদিন সকাল থেকে বিকেল পযর্ন্ত ক্ষেত খামারের কাজ, সীমান্তের কাছাকাছি থাকা বিভিন্ন প্রকার ব্যাবসায়ীক ছোট ছোট প্রতিষ্টান গুলো আগের মত স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে নির্ভয়ে। তমব্রুর ব্যাবসায়ী মোঃ সরোয়ার জানান,মিয়ানমারের ভিতর থেকে বিস্ফোরিত বিভিন্ন গোলাবারুদের আওয়াজে আমাদের এলাকা ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে অসংখ্যবার কিন্তু গত কিছুদিন ধরে ওইসব আওয়াজ বন্ধ হয়ে যাওয়াতে স্বস্তি এসেছে আমাদের মনে। চাকঢালা আমতলী এলাকার স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদ জানান উদ্বেগ উৎকণ্ঠ এখন আর নেই তার এলাকাতে। জামছড়ির রহমান জানান একেবারেই নিরব হয়ে গেছে তাদের সীমান্ত এলাকা সে কারণে সীমন্তের কাছাকাছি থাকা লোকজন তাদের জীবনযাত্রায় এসেছে আগের মত ছন্দ। সীমান্তের আরো অনেকে জানিয়েছেন, অনেকদিন বন্ধ থাকার পর এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে সীমান্ত সড়কের কাজ আগেকার মত পুনরায় শুরু হয়েছে অনেক জায়গাতে।