আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ামারের ৪ উপজাতির অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে দিল বিজিবি,পরে পুশব্যাক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ৩ এপ্রিল ২০২৪ ১২:০২:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

মিয়ানমারের ৪ উপজাতিকে   অবৈধ ভাবে অনুপ্রবেশের সময়  নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক  আটক করে পুশব্যাক করা হয়েছে।

মঙ্গলবার ২ এপ্রিল বিকেলে  নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি আওতাধীন  ভালুখাইয়া বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার এলাকা থেকে  বাংলাদেশের অভ্যন্তরে  কালাচানের পাহাড়ের ঝিড়ি এলাকা থেকে মোট চারজনকে আটক করেন,সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবির চৌকস একটি দল।আটক হওয়া চারজনের মধ্যে পুরুষ ২, মহিলা ২ জন এরা সবাই তংচংগ্যা  সম্প্রদায়ের মিয়ানমার নাগরিক।এদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়।

পরে নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির উদ্ধতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় একই সীমান্ত পিলার এলাকা দিয়ে মিয়ানমার অভ‍্যন্তরে পুশব্যাক করে দেওেয়া  হয় সন্ধ্যায় দিকে।

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় আঠক হওয়াদের নাম ও ঠিকানা, 

অংচং (৫০)পিতাঃ রিতিয়া।

অংসাবরি, মিয়ানমার।অংছোলাই (৩৫)

পিতাঃ উচামংসুংসু (৩৫)

পিতাঃ চেতাঅং, চিংক্রাউ (৫০)

পিতাঃ মশুয়ু। নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম থেকে দৌছড়ি ইউনিয়নের টারগুছড়া সীমান্ত এলাকার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকার চেষ্টা করেছে অসংখ্য মিয়ানমার নাগরিকরা,মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টাকে সফলতার সঙ্গে প্রতিহত করে দিয়েছে সীমান্ত সুরক্ষার নিয়োজিত বিজিবি সদস্যরা