আজ রবিবার ৫ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে মাইন বিস্ফোরণের আওয়াজ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ নভেম্বর ২০২২ ০৯:২৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামছড়ির এলাকার ৪৬নং পিলারের মধ্যখান দিয়ে সোমবার রাত ১০টার সময় মিয়ানমারের সামান্য ভিতর থেকে একটি বড় শব্দের মাইন বিস্ফোরণের শব্দ বাংলাদেশের প্রায় ১কিলোমিটার ভিতরে এসেছে বলে জানা যায়। ঐ এলাকার বাসিন্দা মোঃ রহমান জানান সীমান্ত জনপদের জামছড়ি এলাকার লোকজন শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল খেলা সেনেগাল বনাম নেদারল্যান্ডের ম্যাচটি উপভোগ করছিলেন স্থানীয় চায়ের দোকানে তখন রাত ১০টা হবে ,তখনি মিয়ানমারের ভিতর দিয়ে বিস্ফোরণের শব্দ তারা শুনতে পান। অপর দিকে মঙ্গলবার সকাল ১০টার সময় ৪৩,৪৪ সীমানা পিলার দিয়ে আরো একটি মাইন ফোটার শব্দ শুনতে পেয়েছেন বলে জানান স্থানীয় কৃষক জাকারিয়া। সীমান্তের অনেকেই জানান,মিয়ানমার তাদের সীমান্ত জুড়ে একাধিক স্থল মাইন পুঁতে রেখেছে যাতে মানুষের যাতায়াত করতে অসুবিধা হয়। একেকটি মাইন ফুটার পিছনে হয়তো মানুষের পায়ের স্পর্শ নয়তোবা কোন জীবজন্তুর যাতায়াতের সময় তাদের স্পর্শে উক্ত মাইন গুলো বিস্ফোরিত হচ্ছে এতে অনেক গরু চোরাকারবারি আহত নিহত হওয়ার খবর রয়েছে। আবার অনেকে চোরাকারবার করতে গিয়ে মিয়ানমারের ভিতরে অবৈধভাবে প্রবেশ করে দেশের মাটিতে ফিরে না আসার নজির রয়েছে।