আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে পাচারের সময় বিপুল কম্বল ও স‍্যান্ডেল আটক

মোঃ ইফসা খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী বিওপি'র বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন বাংলাদেশী  কম্বল ও স্যান্ডেল আটক করা করা হয়েছে।৩০ সেপ্টেম্বর সোমবার ভোরে  নাইক্ষ্যংছড়ি'র আওতাধীন রেজুআমতলী বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৯ থেকে এলাকা থেকে তিন কিলোমিটার পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে কচুবনিয়া ড্রাগন বাগান নামক স্থান থেকে রেজুআমতলী বিওপি'র বিশেষ টহল দল কর্তৃক অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় মালিক বিহীন বাংলাদেশী  কম্বল ১৬২ পিস, দেশীও বিভিন্ন প্রকার  স‍্যান্ডেল ২৬৪ জোড়া, আটক করেছে বলে সুত্রে জানা গেছে। আটককৃত মালামাল কক্সবাজার জেলার বালুখালী কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক হওয়া মালামাল উক্ত সীমান্ত এলাকার পয়েন্ট দিয়ে মিয়ানমার অভ‍্যন্তরে পাচার করার জন‍্য চোরাকারবারিরা মজুদ করেছিল।কিন্ত সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যদের কঠোর তৎপরতার কারণে সফল হতে পারেননি চোরাকারবারিরা।