নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ১নং ওর্য়াডের জলপাইতলী সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার রাত ৩টার সময় মিয়ানমারের ভিতর থেকে প্রায় আধা ঘন্টা পযর্ন্ত ব্যাপক গোলোগুলির শব্দ বাংলাদেশের অভ্যন্তরে এসেছে বলে জানা গেছে। ঐ এলাকার মোঃ আলম জানান,রাত গভীর হওয়াতে প্রায় মানুষ গভীর ঘুমে ছিলেন তবে সকালে মানুষ বলাবলি করতে তিনি শুনেছন। স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন একটি সামাজিক অনুষ্ঠানের কারণে বাইরে থাকাতে তিনি কিছু জানেন না। স্থানীয় আরো কয়েক জনের সাথে কথা বলে জানা যায়,গত কয়েক মাস পযর্ন্ত সীমান্ত এলাকা শান্ত রয়েছে ছোট বড় গন্ডুগোলের খবর নেই,ধারণা করা হচ্ছে শুক্রবার গভীর রাতে যে গোলাগুলির ঘটনা ঘটেছে তা মিয়ানমার বাহিনী এবং সে দেশের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র কোন সংগঠনের সঙ্গে সংগঠিত হয়েছে। এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল সংযোগ না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।