আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
চোরাকারবারিরা বেপরোয়া

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে আসছে গরু

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ১২ ডিসেম্বর ২০২২ ০৪:৫১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি -মিয়ানমার সীমান্ত দিয়ে আগের মত গোলাগুলি মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ বতর্মানে নেই পরিস্থিতি এখন সাভাবিক রয়েছে। সীমান্তে নিরাপত্তায় নিয়োজিত বিজিবির চোখকে ফাঁকি দিয়ে গহীন অরণ্য দিয়ে গরু এনে নাইক্ষ্যংছড়ি কয়েকটি পয়েন্ট গরম করে রেখেছে গরু চোরাকারবারিরা। তাদের গরু ব্যাবসা চাঙ্গা রাখতে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষকে অধিক পারিশ্রমিক দিয়ে জামছড়ি,ফুলতলী, জারুলিয়াছড়ি সহ সীমান্ত পিলার ৪৪,৪৫,৪৬,৪৭,৪৮ দিয়ে অবৈধ পন্থায় মিয়ানমার অভ্যন্তরে ঢুকে কম মূল্যে গরু ক্রয় করে বাংলাদেশের অভ্যন্তরে শত শত গরু নিয়ে আসে বিভিন্ন পাহাড়ি পথ,ছড়া এবং ঝিড়ি ডিঙ্গিয়ে। এতে বিপত্তি ঘটে মাঝেমধ্যে সে দেশের পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটছে,আবার মিয়ানমারে গরু আনতে গিয়ে সীমান্ত এলাকার মোঃ আলম নামক এক ব্যাক্তি দুই মাস যাবত এখনো পযর্ন্ত নিজ এলাকায় ফিরে না আসার খবর রয়েছে। মানুষের মুখে জনশ্রুতি রয়েছে মিয়ানমারের সীমান্ত এলাকায় সে দেশের উপজাতিরা বিভিন্ন পয়েন্টে অজস্র গরু মজুদ রাখে সে দেশ থেকে গরু ক্রয় করতে হলে প্রতিটি গরুর সঙ্গে দুই হাজার পিস করে ইয়াবা ক্রয় করা বাধ্যতামূলক। যা গরুর সঙ্গে ইয়াবা গুলো বাংলাদেশের ভিতরে এনে চোরাকারবারিরা অন্যত্র পাইকারি বিক্রি করছে বলে লোকমুখে বলাবলি রয়েছে। চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি গোয়েন্দা সংস্থা উচ্চ পর্যায়ে প্রতিবেদন পাঠিয়েছে বলে জানা গেছে। সীমান্ত জনপদের অনেকের সঙ্গে যোগাযোগ করে জানা যায় বর্তমান সময়ে লাভজনক গরু ব্যাবসার সঙ্গে স্থানীয় প্রায় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের লোকজন জড়িয়ে পড়েছেন। অপর দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ একটি টহল দল,সোমবার ১২ ডিসেম্বর সকাল ৮টার সময় মালিক বিহীন ৫টি মিয়ানমারের গরু আটক করেছে নাইক্ষ্যংছড়ি ৯নং ওয়ার্ডের জামছড়ি থেকে আটকক্রিত গরু ১১বিজিবির জোন সদরে নিয়ে আসা হয়েছে বলে জানা যায়।