আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কালে এক উপজাতি আটক : পরে পুশব্যাক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : শনিবার ২৭ জানুয়ারী ২০২৪ ০৭:৪১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বিজিবি কর্তৃক অবৈধ  অনুপ্রবেশের দায়ে ১ জন মায়ানমার নাগরিক আটক করে পুশব্যাক করা হয়েছে

২৭ জানুয়ারি শনিবার সকাল ১০টা৫০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপির বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত ৩৯ নাম্বার পিলার এলাকা থেকে  বাংলাদেশের অভ্যন্তরে রেজু মগপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক জন মায়ানমার নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে আটক করে।

আটক হওয়া  মিয়ানমার নাগরিকের নাম

মংপ্রুশি মারমা (২০), পিতা- থুয়াংচি মারমা, সাং- মংডু,থানা- মংডু, জেলা-মংডু, মায়ানমার।  উল্লেখ্য সকাল ১১ টা ৫৫ মিনিটের সময় আটককৃত মায়ানমার নাগরিককে বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাইশফাঁড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত  পিলার ৩৭ এলাকার  আমবাগান  দিয়ে মায়ানমার অভ্যন্তরে পুশব্যাক করে বলে জানাগেছে। ধারনা করা হচ্ছে চলতি সময়ে মিয়ানমারের ভিতরে সরকারি বাহিনী এবং বিদ্রোহী সদস্য জনগোষ্ঠীর মধ্যে নিজেদের মধ্যে আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত রয়েছে এই সংঘর্ষের কারণে হয়তো প্রাণভয়ে বাংলাদেশের অভ্যন্তরে থাকা কোন আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু কঠোর নজরদারিতে থাকা বিজিবি সদস্যরা তার ওই চেষ্টাকে নিষ্ফল করে দেন।