রোববার ১০ নভেম্বর সকাল ১১টা থেকে ১০ মিনিট পযর্ন্ত থেমে থেমে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪৬ নং এলাকা দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী আরাকান আর্মি(AA) কর্তৃক দখলকৃত চ্যাংছড়ি নামক এলাকা থেকে ৬ রাউন্ড ফায়ারের শব্দ শোনা যায় বলে জানান,সীমান্তের নিকটবর্তী বসবাস কারি মোঃ আইয়ুব। উক্ত ফায়ারের কারণ ও হতাহত সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে,নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার মিয়ানমার অংশে বতর্মানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে আরকান আর্মিরা।