আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় বিজিবির পৃথক দুই অভিযানে বিপুল মালামাল আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপির কর্তৃক  মালিক বিহীন বাংলাদেশী বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার  ভোরে নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপির বিশেষ টহল কর্তৃক  বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থান থেকে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় বাংলাদেশি বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী উদ্ধার আটক করে বলে জানাযায়। 

উদ্ধারকৃত পণ্য সামগ্রীর  মধ্যে  রয়েছে।

২৫ লিঃ আপ্যায়ন গোল্ড পামেল তেল ২৯ কেজি পেয়াজ

১৬ বোতল প্রান পানি 

৫০ কেজি ইউরিয়া সার। অপর দিকে তমব্রু বিওপির বিজিবি সদস্যরা দিনের মধ্যে ভাগে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমান পণ্য সামগ্রী  আটক করে। উল্লেখ্য, কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্ত এলাকায়  অবৈধ চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করেছে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ সব বিওপির সদস্যরা অভিযানের মাধ্যমে দৃশ্যমান  সফলতা লক্ষণীয়। বিজিবির এমন সফল অভিযানকে অভিন্দন জানিয়েছেন স্থানীয়রা।