আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকা থেকে সয়াবিন তেল এবং থান কাপড় আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : সোমবার ২৬ অগাস্ট ২০২৪ ০৮:২৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি তুমব্রু বিওপি'র বিশেষ টহল দল মিয়ানমারে পাচারের সময় মালিক বিহীন বাংলাদেশী পন্য আটক করেছে।

সোমবার ২৬ আগষ্ট ১২টা৩০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি'র আওতাধীন তুমব্রু বিওপি থেকে  পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পাহাড় পাড়া নামক স্থান থেকে দেশীয় সয়াবিন তেল চল্লিশ লিটার ও থ্রি পিস কাপড় ৬০ পিস বিওপি'র বিশেষ টহল দল মিয়ানমারে পাচারের দায়ে মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মালামাল বিওপি'র হেফাজতে রয়েছে এবং বালুখালী কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।সীমান্ত জুড়ে অবৈধ চোরাচালান এবং আবৈধ অনুপ্রবেশ  প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে আসছে।