আজ শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকা থেকে জ্বালানি এবং খাদ্য সামগ্রী আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : শনিবার ২ মার্চ ২০২৪ ১১:০৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের বাঁইশফাড়ি বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন বাংলাদেশী  ডিজেল,পেট্রোল এবং সয়াবিন তৈল, বিস্কুট,শুটকি মাছ আটক করেছে। শনিবার ২ মার্চ বিকেল ৩টা ৩৫ মিনিটের সময় উক্ত পণ্য গুলো আটক করা হয়,ধারনা করা হচ্ছে মিয়ানমার অভ‍্যন্তরে স্থানীয় চোরাকারবারিরা অতি মুনাফার জন‍্য গোপনে ঐ মালামাল গুলো মজুদ করেছিল। চলতি সময়ে  মিয়ানমারের ভিতরে বিদ্রোহী গ্রুপের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল যুদ্ধের কারণে মিয়ানমারের বিভিন্ন জনপদে খাদ্য সামগ্রী কিছুটা সংকট দেখা দিয়েছে সে কারণে  ঐ দেশের অনেক নাগরিক বাংলাদেশি বিভিন্ন পণ্যের উপর নির্ভরশীল হয়ে উঠেছে। বাংলাদেশের-মিয়ামারের পুরু সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ চোরাচালান প্রতিরুধে ব‍্যাপক ভুমিকা রেখে যাচ্ছে বিজিবি সদস্যরা।