নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আওতাধীন ফুলতলী এবং চেংছড়ি এলাকার ৪৭/৪৮ নাম্বার সীমান্ত পিলার এলাকা দিয়ে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার দুপুর দুইটা পযর্ন্ত ১৯ ঘন্টার মধ্যে মিয়ানমারের ভিতর থেকে এক হাজারের অধিক বড় ছোট বিস্ফোরণের শব্দ সীমান্ত এলাকার প্রায় দুই কিলোমিটার ভিতরে এসেছে বলে জানান স্থানীয় অনেকেই। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা নুর আলম জানান,বুধবার রাত ৮ টা থেকে শুরু হয় তুমুল গোলাগুলি এবং মর্টার শেল বিস্ফোরণের বিকট আওয়াজ ঐ আওয়াজের কারণে সীমান্তের কাছে থাকা তিনি সহ অনেকের রাতের ঘুমের ব্যাঘাত ঘটে।স্থানীয় অনেকের ধারণা মিয়ানমারের ভিতরে সেদেশের বিদ্রোহী গ্রুপ এবং সরকার নিয়ন্ত্রিত সেনাবাহিনী মধ্যে চলে আসছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ওই সংঘর্ষের কারণে প্রতিদিনই ঘটছে আহত নিহতের ঘটনা,তাদের মাঝে চলা সশস্ত্র যুদ্ধের কারণে মাঝেমধ্যে ঘুমধুম ইউনিয়নের ৩১ নং পিলার থেকে শুরু করে দৌছড়ি ইউনিয়নের ৫৫ নং সীমান্ত পিলার এলাকা পযর্ন্ত কোথাও না কোথাও দিয়ে তাদের মাঝে ব্যাবহারির ভারী এবং ছোট অস্ত্রের ব্যাহারের বিশালাকারের শব্দ এসে কাপিয়ে তুলে বাংলাদেশ সীমান্ত এলাকার অনেক জনপথ। ৪৭ নং সীমান্ত এলাকার মোঃ রহমান জানান,সীমান্ত এলাকার কাছাকাছি তাদের একটি সেগুন গাছের প্লট রয়েছে ঐ প্লট থেকে লোকজন নিয়ে কাঠ কাটার জন্য গেলে বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে ২টা পযর্ন্ত অনবরত ভাবে বড় আকারের অজস্র বিস্ফোরণের আওয়াজ তিনি শুনেন ঐ আওয়াজের বড় শব্দে কারনে কেঁপে উঠে ঐ এলাকার মাটি।