আজ রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকায় ৪৬/৪৭ পিলার দিয়ে বৃষ্টির মাঝেও বিস্ফোরিত আওয়াজে প্রকম্পিত জনপদ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ ০৯:৪১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি এলাকার ৪৬/৪৭ সীমান্ত পিলারের মাঝখান দিয়ে শুক্রবার ভোর থেকে বিকেল ৬ টা পযর্ন্ত কিছুক্ষণ অনবরত  আবার কিছু সময় থেমে থেমে বড় ছোট মিলিয়ে সহস্রাধিক বিস্ফোরণের আওয়াজ মিয়ানমারের অভ‍্যন্তর থেকে জামছড়ির এলাকার ভিতরে এসেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ ছাবেরের সঙ্গে কথা বলে জানা গেছে,গত দুই দিন পযর্ন্ত মিয়ানমারের কিছুটা ভিতরে চলছে সে দেশের সরকার নিয়ন্ত্রিত বাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরকান আর্মির মাঝে নিজেদের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে তুমুল যুদ্ধ,ওই যুদ্ধে ব্যবহারিত উচ্চ ক্ষমতা সম্পন্ন গোলাবারুদের বিস্ফোরিত বিকট শব্দ তাদের এলাকাতে আসছে। অপর আরেকটি সুত্রে জানা যায়, দৌছড়ি ইউনিয়নের বাহিরমাট এলাকার ৪৯ নং সীমান্ত পিলারের মিয়ানমারের ভিতরে আরকান আর্মির একটি অস্থায়ী ক‍্যাম্পে শুক্রবার ভোরে মিয়ানমার সেনাবাহিনীর হামলা চালাই এতে অনেক সদস‍্য আহত এবং নিহত হয়েছে,আহতদের অনেকেই বাংলাদেশের ভিতরে ঢুকে চিকিৎসা নেবার জন‍্য চেষ্টা করেছে বলে সুত্রে জানা যায়। স্থানীয় আরো অনেকের সাথে কথা বলে জানা যায় শুক্রবার ভোর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিছু সময় থেমে থেমে আবার কতক্ষণ অনবরত বিভিন্ন প্রকার যুদ্ধক্ষেত্রে ব্যবহারিত গোলাবারুদের বিস্ফোরিত তীব্র আওয়াজ জামছড়ির সীমান্ত এলাকাতে এসে আতঙ্ক সৃষ্টি করেছে সীমান্তবর্তী বসবাসকারী মানুষের মনে। উক্ত এলাকার কৃষক মোঃ রহমান জানান সীমান্তের ওপারে চলমাল সমস্যার কারণে সীমন্তের কাছাকাছি থাকা তার বাগান এবং কৃষি জমিতে যাচ্ছেন না দুইদিন পর্যন্ত। স্থানীয় পান চাষী মোহাম্মদ আইয়ুব বলেন, সারাদিন বৃষ্টি ছিল এই বৃষ্টির মাঝেও যেভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরিত শব্দ এসেছে তা অকল্পনীয় শুক্রবারের সারাদিনের চলা এই বৃষ্টি না থাকলে  বিস্ফোরণের শব্দগুলো আরো তীব্র হয়ে আসতো তাদের এলাকাতে।