আজ মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি বিজিবির অভিযানে অবৈধ ৯ গরু আটক

মোঃইফসান খান ইমন, নাইক্ষ্যংছড়ি : | প্রকাশের সময় : শনিবার ১৮ জুন ২০২২ ০৮:০২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির রাতভর অভিযানের পর শনিবার (১৮ জুন) ভোরে ৯ টি মিয়ানমার থেকে রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা এসব চোরাই গরু জব্দ করেছে বিজিবির চৌকস টিম।  জব্দকৃত গরুগুলোর এ সংবাদ লেখাকালীন বিজিবির ব্যাটালিয়ন সদরে রয়েছে। যা সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দ করতে প্রক্রিয়া শুরু করেছে বিজিবি কতৃপক্ষ। বিজিবি জানান,গোপন সূত্রে খবর পেয়ে তাদের একটি টিম স্থানীয় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অপর একদল সদস্যকে নিয়ে অভিযানে নামে রোববার রাত ১০ টায়। এ অভিযানে রামুর গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যা চর এলাকার গহীন বন বাঘ ঘোনা পাহাড়ে গোপন সূত্রে পাওয়া খবরের ৬০ টি বা শতাধিক গরু জব্দ করতে।

অভিযানিক দলটি গহীন রাতে টর্চলাইটের আলোতে লুকোচুরি খেলাতে নামে। বিজিবি ডানে গেলে চোরাইকারবারীরা বামে চলে। আর বামে গেলে উল্টো চলে। এভাবে সর্বশেষ ভোররাত ৪ টার দিকে ৯ টি গরুর সন্ধান পেয়ে এ গুলো জব্দ করে তারা। স্থানীয়রা জানান, বিজিবি মূলত চোরাবারবারীদের আতংক। তারা অভিযান শুরুর সাথে সাথে দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকে। তবে তার গরু গুলো পাহাড়ের গহীনে নিয়ে যাওয়ায় আরো ৫১ টি গরু জব্দ করতে পারেনি।  শেষ পর্যন্ত ৯টি গরু জব্দ করতে পারেন তারা। জব্দ কত  গরুর অনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা বলে জানিয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করে ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইন এ প্রতিবেদককে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র,ইয়াবা,সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও চোরাই পথে আনা গরু সহ সবধরনের পণ্য আটকে সীমান্তে বিজিবি তৎপরতা অব্যাহত রয়েছে।