আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি-জামছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ, পাহাড়ি ঢলে ব্রিজ ক্ষতিগ্রস্ত

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ অগাস্ট ২০২৪ ০৭:৪২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে ‌অবিরাম বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে  নাইক্ষ্যংছড়ি থেকে  জামছড়ি এলাকার সরাসরি সড়ক যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের একটি ব্রিজ সে কারনে সাময়িকভাবে

যানবাহন চলাচল বন্ধ ও সীমান্ত সড়কের মালামাল পরিবহনে বিঘ্র সৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধীনস্থ সীমান্ত এলাকার জামছড়ি বিওপির  উত্তর-পশ্চিমে এবং সীমান্ত পিলার ৪৫ থেকে ২ কিঃমিঃ উত্তরে  নাইক্ষ্যংছড়ি-জামছড়ি বিওপির যাতায়াত সড়কের প্রধানঝিড়ি এলাকায় ব্রীজটি মাটি সরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে সাময়িকভাবে  যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সীমান্ত সড়ক এবং জামছড়ির সঙ্গে মঙ্গলবার ২০ আগষ্ট সন্ধ‍্য ৭ টা পযর্ন্ত চার চাকার গাড়ি চলাচল সম্পূর্ণ   বিচ্ছিন্ন অবস্থায় রয়েছিল। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ সাবেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমাদের এলাকা এবং সীমান্ত সড়কে যাতায়াতের জন‍্য খুবই গুরুত্বপূর্ণ সড়ক এটি।তিনি আরো জানান খুব সহসায় নিজের ব্যক্তিগত টাকা খরচ করে চলাচলের জন্য ক্ষতিগ্রস্ত ব্রিজটি চলাচলের উপযোগী করে তুলবেন তিনি।