আজ শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
উদ্বোধন করবেন ৩১ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প

নাইক্ষ‍্যংছড়ি আসছেন পার্বত্যমন্ত্রী

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ১৯ মে ২০২৩ ০৯:১৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়িতে একদিনের সফরে আসছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। বিশেষ করে রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সংযোগ সেতু, নাইক্ষ্যংছড়ি বিজিবি গেইটস্থ সেতুর ভিত্তি স্থাপন ও করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। জানাগেছে, পার্বত্য মন্ত্রী ২০ মে শনিবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি রেষ্টহাউজ পৌঁছবেন বলে কথা রয়েছে। এর আগে তিনি নাইক্ষ্যংছড়ি বিজিবি গেইটস্থ সেতুর ভিত্তি স্থাপন করবেন। এরপরে নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ছাত্রী হোস্টেল ও দারুচ্ছুন্নাহ বালিকা মাদ্রাসার বাউন্ডারি ওয়ালের ভিত্তি স্থাপন করবেন। এই সফরে ৩১ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্হাপন করবেন বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি ও সাধারণ সম্পাদক ও জেলাপরিষদ সদস্য ক্যানোওয়ান চাক। ভিত্তি প্রস্তর স্হাপন ও উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে, নাইক্ষ্যংছড়ি মিনি স্টেডিয়াম,নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল কলেজ, পানি টিটমেন্ট প্ল্যান, নাইক্ষ্যংছড়ি চাকঢালা সড়কসহ ইত্যাদি প্রকল্প। বেলা ১১ টায় সীমান্ত জনপদ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালাতে জনসভায় যোগদান করবেন। বিকেল সাড়ে ৩ টায় তিনি নাইক্ষ্যংছড়ি ত্যাগ করবেন। এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, বর্তমান সরকার নাইক্ষ্যংছড়ি'র আনাচে-কানাচে শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা, মসজিদ-মন্দির ও সার্বিক উন্নয়নে হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। যার হাত ধরে এসব হচ্ছে, তিনি আমাদের বান্দরবানের ৬ বারের নির্বাচিত সাংসদ তথা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।