আজ সোমবার ১৩ মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি আওয়ামীলীগের ৫ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ০৮:০৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা ও ইউনিয়নের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করার করা হয়েছে।১ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ কর্তৃক উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, মোহাম্মদ শফিউল্লাহ, সভাপতি, উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ এর সভাপতিত্বে উপজেলা ও উপজেলার ৫ টি ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের কোম্পানি, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নাইক্ষ্যংছড়ি উপজেলা ও সদস্য, বান্দরবান পার্বত্য জেলা আওয়ামী লীগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্যানেওয়ান চাক, সাধারণ সম্পাদক, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।মংহ্লাওয়াই মার্মা, ভাইস চেয়ারম্যান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ও সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নাইক্ষ্যংছড়ি উপজেলা।

তসলিম ইকবাল চৌধুরী, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নাইক্ষ্যংছড়ি উপজেলা ও সদস্য, বান্দরবান পার্বত্য জেলা আওয়ামী লীগ।

ডাঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ প্রমুখসহ উপজেলা ও উপজেলাধীন ৫ ইউনিয়নের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বিপুল ভোটে ৭ম বারের মত নির্বাচিত করতে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা দেওয়া হয়।