আজ বুধবার ১ মে ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়ির সমস্ত ইট ভাটা অবৈধ,অভিযানের শুরুতেই লক্ষ টাকা জরিমানা

মোঃ ইফসান খান ইমন: | প্রকাশের সময় : সোমবার ২৩ জানুয়ারী ২০২৩ ১০:১৯:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সব ইটভাটা অবৈধ ভাটার বিরুদ্ধে শুরুতেই অভিযানে লক্ষ টাকা জরিমানা করার খবর পাওয়া গেছে। ঘুমধুমের রেজু আমতলী এবং রেজুর ভালুখাইয়া এলাকায় আইন অমান্য করে ইট পোড়ানোর দায়ে দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২২ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকাল ঘুমধুম ইউনিয়নের বিবিএম ব্রিকস ও এইচকেবি ব্রিকস নামের দুই ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমেন শর্মা বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা অপরিহার্য। ইট ভাটায় জ্বালানী কাঠ পোড়ানো এবং পাহাড়ের মাটি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এ অভিযান সকলের কাছে বার্তা পৌঁছে দেয়ার প্রয়াস মাত্র, ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।