নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের পশ্চিমকূল পাহাড় পাড়া থেকে সার বোঝাই একটি ড্রাম ট্রাক জব্দ করতে সক্ষম হয়েছে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের তুমব্রু বিওপির সদস্যরা।
বুধবার (২৮ আগস্ট) রাত ৮ টারর সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তুমব্রু পাহাড় পাড়ায় নির্মিতব্য ট্রানজিট সেন্টার সংলগ্ন রোস্তম আলীর দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সার ভর্তি ড্রাম ট্রাকটি জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত গাড়িতে, টি এস পি ৫০ কেজির ৪০ বস্তা ও ৫০ কেজির ৬০ বস্তা ইউরিয়া সার ছিল বলে জানা যায়। সার গুলো ঘুমধুম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ বাইশফাঁড়ী বাজারের সাব ডিলার সাইদী আলমের।
সাইদী আলমে কাছে জানতে চাইলে তিনি বলেন, নাইক্ষ্যংছড়ির কৃষি অফিস থেকে সার গুলো বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, বরাদ্দকৃত সার ইউনিয়নের বিসিআইসি ডিলার থেকে নিতে হয়। বিসিআইসি ডিলারে যোগাযোগ করে সার না থাকাতে ভিন্ন উপজেলা (উখিয়া) থেকে বরাদ্দের কাগজ দেখিয়ে আনাতে সারগুলো জব্দ করে ফেলেন বিজিবি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামাল উদ্দিন’র (ঘুমধম ইউপির ১,২,৩ দায়িত্ব প্রাপ্ত) কাছে জানতে চাইলে তিনি বলেন, ওয়ার্ড ভিত্তিক উপজেলা কৃষি অফিস থেকে বরাদ্দ দেওয়া হয়। এবং বরাদ্দকৃত সার ইউনিয়নের অনুমোদিত বিসিআইসি ডিলার থেকে নিতে হয়।
তিনি আরো বলেন, যদি কেউ নিয়মবহির্ভূত অন্য উপজেলা থেকে নিয়ে থাকেন তাহলে সেটা ভিন্ন ব্যাপার। যা অবৈধ বলে গণ্য হবে। প্রত্যক্ষদর্শী সাবেক মেম্বার কামাল উদ্দিন বলেন,ঘুমধুমের ইউনিয়ন সার ডিলার ও ঘুমধুম ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডের খুচরা সার ডিলার ভিন্ন উপজেলা বা জেলা থেকে বরাদ্দের বাইরে সার এনে সীমান্তের বাইশফাঁড়ী বাজারে গোপনে মজুদ করে সুযোগ বুঁঝে সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার করে দেয়। এমন ভাবে গোপনে মিয়ানমারে সার পাচারের ফলে প্রকৃত কৃষকগণ সার না পেয়ে হা-পিত্যেশ করছে।