আজ রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে ৬০ লিটার চোলাইমদসহ এবং টমটম সহ ঈদগাওয়ের দুই যুবক আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : শনিবার ১৩ জানুয়ারী ২০২৪ ০৫:৩৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাইমদসহ দুই  যুবককে  আটক করেছে। 

এ সময় একটি টমটম গাড়ি জব্দ করা হয়

শনিবার  (১২ জানুয়ারি ) রাতে এসআই মো: ইউসুফ ও এসআই সৌরভ বডুয়া এর  নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বাজারের মসজিদ সংলগ্ন এলাকায় অভিযানে ৬০ লিটার চোলাইমদ সহ দুই যুবক কে আটক  করতে সক্ষম হয় পুলিশ।

জানা গেছে,আটক হওয়া দুই যুবক রামুর উপজেলা ঈদগাঁও  ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরগাহ পাড়ার মন্জুর আলম এর পুত্র মো: জসিম উদ্দিন  (৩৯)। একিই এলাকার মুত নজির আহমদের পুত্র রশিদ আহমদ (৫২)।

নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে দেশী তৈরি চোলাইমদসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে,তাছাড়া মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ কর্মকর্তা। উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ি সদর এলাকার বিভিন্ন উপজাতিপল্লীতে দেশীয় পদ্ধতিতে তৈরি চুলায় মদ বিভিন্ন প্রথা অবলম্বন করে পাহাড়ি রাস্তা দিয়ে রামু উপজেলার খাওয়ারখোব ইউনিয়নের মৈষকুম দিয়ে গভীর রাতে মাদক কারবারের জড়িত পাচারকারীরা রামু, কক্সবাজার শহর,সহ বিভিন্ন এলাকায় পাচার করে থাকে বলে জানা যায়।